ইভ আমাদের দুষ্প্রাপ্য উৎসাহের মতো কিচিরমিচির করে উঠছে গাছের অলিগলিতে প্রচুর পাখি। তোমার পিছলে যাওয়া হাত আমি ফিরে এসে ধরতে পারি নি। শুধু মণিবন্ধের উল্টো পিঠে একটা কাচের চুড়ি ভেঙে, ফেটে ক্রুদ্ধ ইন্দ্রধনুর মতো হয়ে গিয়েছিল। নাবালক ফেনাগুলি হতভম্বের মতো তোমার আমার দুজনেরই হাতে লেগেছিল। যেন তারা এই, এই প্রথম কোনও আতঙ্কের মুখোমুখি হচ্ছে। যদিও আমরা জানি সেটা আতঙ্ক নয়, নিছকই একটা ব্যর্থতা। তবু আমাদের মতো পরিণামদর্শিতা বা ভাষাবোধ তো ওই নাবালক ফেনাগুলির ছিল না। ওরা শুধু সিঁড়ির ধাপে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। দেখছিল দু’জন মানুষ কেমন মল্লযোদ্ধার মতো আচরণ…
Read Moreঅমিতরূপ চক্রবর্তী
জন্ম কোচবিহারে । বড় হয়ে ওঠা আলিপুরদুয়ার জেলার চা বাগান লাগোয়া হ্যামিল্টনগঞ্জে মামার বাড়িতে । লেখালেখির প্রতি আগ্রহ তৈরি ৯৭ সাল থেকে । অগ্রজপ্রতীম কিছু ব্যক্তির সংস্পর্শে এসে।
প্রথম লেখা ছাপা হয় স্থানীয় একটি পত্রিকায় । তারপর এখানকার ( আলিপুরদুয়ার এবং আশেপাশের কিছু পত্রিকায় ) এবং গাঙ্গুটিয়া চা বাগান থেকে উন্মেষ নামে একটি পত্রিকায় । এরপর জলপাইগুড়ি এবং শিলিগুড়ির দু-একটি পত্রিকায় । একটা দীর্ঘ সময় লেখালেখিতে ছেদ পড়ে যায় । প্রায় ১২ বছর । এইকয়েক বছর আবার লেখালেখিতে ফেরার চেষ্টা । এই পর্বে একমাত্র এবং শুধু বিঘে দুই পত্রিকায় লেখা প্রকাশ হয় । তারপর দাহপত্র , শব্দসাঁকো , অক্ষর সংলাপ এবং মউল পত্রিকায় । একটি কবিতার বই – কিছুক্ষণ থাকা অথবা অনন্তকাল । ২০২০ কোলকাতা বইমেলায় শুধু বিঘে দুই থেকে প্রকাশিত ।
প্রথম লেখা ছাপা হয় স্থানীয় একটি পত্রিকায় । তারপর এখানকার ( আলিপুরদুয়ার এবং আশেপাশের কিছু পত্রিকায় ) এবং গাঙ্গুটিয়া চা বাগান থেকে উন্মেষ নামে একটি পত্রিকায় । এরপর জলপাইগুড়ি এবং শিলিগুড়ির দু-একটি পত্রিকায় । একটা দীর্ঘ সময় লেখালেখিতে ছেদ পড়ে যায় । প্রায় ১২ বছর । এইকয়েক বছর আবার লেখালেখিতে ফেরার চেষ্টা । এই পর্বে একমাত্র এবং শুধু বিঘে দুই পত্রিকায় লেখা প্রকাশ হয় । তারপর দাহপত্র , শব্দসাঁকো , অক্ষর সংলাপ এবং মউল পত্রিকায় । একটি কবিতার বই – কিছুক্ষণ থাকা অথবা অনন্তকাল । ২০২০ কোলকাতা বইমেলায় শুধু বিঘে দুই থেকে প্রকাশিত ।
অমিতরূপ চক্রবর্তী’র কবিতাগুচ্ছ
পিঠ এই আশ্চর্য হাওয়ার মধ্যে দূরে চলে যাওয়া আঙুল ও জাহাজের আলো ফিরে আসবে । তখন টিপটিপে বৃষ্টি শুরু হবে অনেকটা রহস্য গল্পের মতন । চাঁদ পুরোপুরি মুছে যাবার পর আকাশ অন্ধকারে গিয়ে দাঁড়াবে । একটি গাছে জোনাকির ফুল । এই আশ্চর্য হাওয়ার মধ্যে দূরে চলে যাওয়া আঙুল ও জাহাজের আলো ফিরে আসবে । তোমার শীতল পিঠ থেকে অনেকগুলি পোকা বেরিয়ে উড়ে যাবে সঙ্গীর খোঁজে আজ প্রত্যেকে অনুভব করবে উরুতে পোশাক যেন অতিরিক্ত মাত্রায় খসখস করছে । অনুভব করবে শিরদাঁড়া বরাবর যেন হেঁটে , মাংসের খোঁজে চলে যাচ্ছে কোনওকিছু ।…
Read More