জিৎ পাল

জিৎ পালের কবিতাগুচ্ছ

তোমার একান্ত পথে, একা

৬.

পথ শেষ হবে না জেনেও এই এই পথ চলা
তোমার উদ্দেশ্যে চলা… এমন বিরোধাভাস
তোমার সমীপে যাওয়া হবে না কখনও
ক্রমশ ফুরিয়ে যায় জীবনের আয়ুরোদ… তাপ
মধ্যাহ্ন সায়াহ্নে ঢলে… সকলের… অমোঘ নিশ্চিত
সম্মুখে দুরপনেয় পথ… অগম্য সংকেত… অন্ধকার
জীবনের… আমাদের… ব্যবহারহীন এই প্রাণ
অজ্ঞেয় অবোধ্য ক্রমচলমান প্রাণ… একে একে
মুছে যাবে পথ শেষ হবার আগেই… মুছে যায়
ব্যবহারবিধি তার জানাই হবে না

৭.

হোঁচট খেয়েছি পথে তোমার হোঁচট ভরা পথ
বন্ধুর গোলোকধাঁধা… অবিচল… অন্ধকার… ঘন
আমার অন্ধত্ব ছিল উপলব্ধিহীন এতকাল
তোমার হোঁচট দিয়ে বুঝিয়েছ… এভাবে বোঝাও
বিবিধ শব্দের ঘাতে নিজের অন্তরধ্বনি সুর
শ্রবণনিহীন এত এতদিন… এখন নি:সঙ্গ পথে
কথা বলে সে সব অশ্রুত আলোড়ন… তুমি
আমার ভেতর কেন এত কথা বলো… এত জল জলোচ্ছাস
আমাকে কাঁপায় পথে… তোমার হোঁচটভরা পথ

৮.

পথে যেতে যেতে দেখি তোমার সুন্দর
ছড়িয়ে রেখেছ পথে পথের কিনারে
জলে… উন্মুক্ত আকাশে… সুন্দরে রয়েছি মজে
আপাত সুন্দরে তুমি মজিয়েছ যাতে ভুলে যাই
নিহিত সুন্দর… থামে পথচলা… তোমার চেতনা
যেন মুছে যায় জড়বাদী অশৌচ সুন্দরে
প্রাতিস্বিক ঘর আমি সাজাবো না পার্থিব বাহারে
সরল সুন্দর সত্য এনে তুমি সাজাবে আমার ঘর
আমার প্রাসাদ সৌধ অন্দরমহল

৯.

পথের উপর কিছু আলো পড়েছিল
অধিক অধিকতর অন্ধকার নিচ্ছিদ্র নিবিড়
স্বজন কোথাও আছে… অন্ধকারে… অদৃশ্য অজ্ঞাত
অথবা কোথাও নেই… থাকে না যদিও তবু
তাদের অস্তিত্ব আছে ভেবে নেওয়া যায়… নিতে হয়
তুমিও কোথাও নেই দৃশ্যমান… অথচ তোমাকে
সহজেই অনুভব করা যায়… আলো অন্ধকারে
পথের উপর কিছু আলো পড়েছিল
তোমার ইঙ্গিত চিহ্ন ইশারা খেয়াল

১০.

স্বেচ্ছায় নেমেছি নাকি তোমার নিজস্ব নির্বাচন
এই পথে অন্ধকার এলিয়ে রেখেছ চারিধারে
গাছে… জলে… উন্মুক্ত প্রান্তরে… মনে… হৃদয়ে… মননে
অন্ধের মতন চলা… কী বিপুল অন্ধকার মহাজগতের
জীবনের… আঁধার দেবতা… আঁধারে রয়েছ নিজে
অন্তরালে… আত্মগত আলোয় আত্মস্থ অভিরূপ
অন্ধকারে খুঁজে চলি আঁধার প্রতিমা… অথচ আঁধারে
তুমি নেই… দূর কোনো নক্ষত্রের মতো
কিঞ্চিৎ আলোর ইশারায় নামিয়েছ
তোমার কুহক পথে… তোমার একান্ত অন্ধকারে

Facebook Comments

Related posts

Leave a Comment