ঋতব্রত মিত্র-এর কবিতাগুচ্ছ

তোমার নয় যাবার দিন তোমার শুধু যাবার দিন, ফেরার দিন নেই আমার খুশি আমি খুশি, খুশি তো অল্পেই কাটাকুটি যোগবিয়োগের এমন বিষম খেলা খেলারামের হুহুঙ্কারে কাটলো সারা বেলা যাবার সময় পিছুডাকের পুরনো অভ্যেসে মিলের থেকে অমিল খুঁজে হদ্দ হলে শেষে আল বেঁধে জল ধরতে গিয়ে জোড়াতালির মাঠে ডানার জখম লুকোয় পাখি উড়ন্ত পাখসাটে ভাব বলতে গিয়ে যদি মুখ ফসকে আড়ি আনবাড়িতে পা দিয়ে ফের মাথায় সারা বাড়ি মুখ ভেংচে বলছো — তুমি বাসি বাসি বাসি তবু আমি ঘৃণা দিয়ে তীব্র ভালোবাসি   ক্রিয়ামাতৃক মুখের কথা খুঁজতে খুঁজতে ঢুকছি তোমার মুখের…

Read More