কতটা সিগাল তুমি কতটা সিগাল তুমি ,সে জানে আমার গুল্ম … গুল্ম বলতে মেঘ বুঝো ,বুঝো তার কবীরের হাড় যেন পড়ে আছে মাঠে… মাঠে কত ভোরের মনসা ! মনসা মানেই গাছ … সিঁদুরের ফলা এ ধার ও ধার … পরনে কয়েক রতি সহজ পাথর পাথরের নীচে গ্রাম,বিশ্ব সাহিত্যের টুকর টুকর… — এ তুমি পড় হে, তুমি, কমলা লেবুটি , বুঝো পাহাড়ের ওপাশে পাহাড় পাখি নেমে আসে যেন জীবনে লেখেনি কেউ তাকে … কাকচক্ষু কাকচক্ষু ফুটে আছে অপর্যাপ্ত ফসলের ক্ষেতে ঘটল মানুষের শক্তি মানুষের অপরাধ বৃত্তি ঘটেছে অপরিসীম চিন্তা-ভাবনাময় মনোবল…
Read Moreসব্যসাচী মজুমদার
সব্যসাচী মজুমদার বাংলা ভাষার ছাত্র। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে উনিশশো চুরাশি সালে জন্মালেও বনগাঁয় বেড়ে ওঠা।
সর্বক্ষণের রাজনৈতিক কর্মী বাবার কাছেই প্রথম কবিতা পড়তে শেখার শুরু। ইতিপূর্বে 'মেঘ আর ভাতের কবিতা', 'আজন্ম ধানের গন্ধে' , 'তৃতীয় পৃথিবী','আত্মভুক' ও 'ধান' আজ প্রথম রামধনু দেখল নামক তিনটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কাব্য গ্রন্থ আলোচনা ও প্রবন্ধ লিখেছেন অনেক।বই পড়া, ভারতীয় মার্গীয় সংগীত শোনা আর কবিতা লেখাকেই জীবন যাপনের উপায় বলে মনে করেন। বিশ্বাস করেন যৌথখামারের স্বপ্নে।
সর্বক্ষণের রাজনৈতিক কর্মী বাবার কাছেই প্রথম কবিতা পড়তে শেখার শুরু। ইতিপূর্বে 'মেঘ আর ভাতের কবিতা', 'আজন্ম ধানের গন্ধে' , 'তৃতীয় পৃথিবী','আত্মভুক' ও 'ধান' আজ প্রথম রামধনু দেখল নামক তিনটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। কাব্য গ্রন্থ আলোচনা ও প্রবন্ধ লিখেছেন অনেক।বই পড়া, ভারতীয় মার্গীয় সংগীত শোনা আর কবিতা লেখাকেই জীবন যাপনের উপায় বলে মনে করেন। বিশ্বাস করেন যৌথখামারের স্বপ্নে।