কালি দিয়ে আঁকা চাঁদ ১ এভাবে পিছু ডাকতে নেই শরীরের অনেক ভেতর ঘুমিয়ে থাকা সমস্ত রাখালের মাথা তোমার দিকে হেলে পড়ছে— যেন লোকাল ট্রেনের আশ্চর্য মায়া! চোখের টকটকে লাল দেখে, নিজমাংসে আয়োজিত পিকনিক ফেলে এসে অস্ত্রব্যবসায়ী, তার মূল্যবান সময় নষ্ট করবে গলির মোড়ে যেখানে দাঁড়িয়ে অস্বীকার করেছি প্রেমকে, আর ফেরার পথে আমারই শরীর থেকে ছায়া সরে এসে সে এক আস্ত পুরুষকে ভালোবেসেছে ঠিক তোমার মতো! ২ ছুটে বেড়াচ্ছি এক ঘর থেকে অন্য ঘর দরজার সামনে নিজেকে উলঙ্গ দেখি এই বারান্দায় গোলগোল ভূতের বসবাস— কেবল শুনি, মুকুটের চূড়া…
Read Moreঅভিষেক নন্দী
নদিয়া জেলার বাদকুল্লায় বসবাস। প্রকাশিত বইয়ের সংখ্যা দুটি— এক চোখের চশমা এবং শূন্যের ঘরের নামতা। কবিতার পাশাপাশি সিনেমা দ্যাখাকে সমানভাবে উপভোগ করি।