১ ম্যামথের সাদা দাঁত আর শৃগালির— পাতায় পাতায় বুনে যে উষ্ণীষ সে যাবে মৃত পুত্রের মাথায় যে বাজুবন্ধ সে পুত্রীর হাতায় তোল ওদের শোয়াও কবরে। যে খেজুরের বিষে ওরা মৃত— আর সে বৃক্ষে থাকে যে হুর ওকে দিও দাঁতে গাঁথা শকুনির মাথা। শান্ত কর শান্ত কর ওকে কে জানে আরও কত চাই ওর কচি কচি শিশুশব কাঁচা! ২ কপাল পড়তে পারি। যে বালক সামনে দাঁড়াল তার মুখে তাম্বুল সুপারি। তার কপাল পড়তে পড়তে— ভয়ে চোখ বন্ধ করি। সে শকট থেকে মুখটি বার করে। থুতু বাইরে পড়ে। বাইরে থাকা বিরাট কান্ডতে…
Read Moreঅভিজিৎ বেরা
শূন্য দশকের শেষের দিকে লেখালেখি শুরু। চারটি বই।‘নিহত অন্ত্যেষ্টি’(২০১২, কৃত্তিবাস),‘কার্নিভালের পাখিগুলি’,‘গডজিলার নিজস্ব ইতিহাস’ ও ‘বুনো স্ট্রবেরি আর ঘোড়ার মাংস’ (২০১৬, ২০১৭,২০২০ সিগনেট প্রেস)।২০১৭ সালে পেয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি কৃত্তিবাস পুরস্কার। তুর্কি, রাশিয়ান ও ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে তাঁর কবিতা। মুম্বাইতে কালা ঘোড়া আর্ট ফেস্টিভ্যাল ২০১৫ তে আমন্ত্রিত। কৃত্তিবাস পত্রিকার সহ-সম্পাদক।