কলঙ্কের কথা গাড়ির বাইরে চাঁদ ভিজে যায় স্নানে তারারা কোথায়? খোলামেলা নিপুণ ভঙ্গিমা চাঁদে শিশিরকণায় মুখ দেখেছিল একবার সে ছিল বর্ষার কাব্য―–কালো রাতে অসুখী শরীর হাত ছুঁয়ে দেখে নেয় শিউলি গাছের ডালগুলি সে ছিল শ্যামলা মেয়ে মুখচোরা এমনই পুতুল কলঙ্কে ফেলেছে আলো বিপুল আভায় তখনও বাইরে চাঁদ মেঘের আড়ালে আঙুল ভিজিয়ে নিয়ে এঁকেছিল ঢেউ স্নান শেষ হলে বারবার রাতগুলো দেখে মনে হবে শূন্যতায় বুঝি গরাদ এঁকেছে কেউ। রাস্তা রাস্তা থেকে আলো সরিয়ে নিল কেউ বড়ো রাস্তা জুড়ে মানুষের ভিড় গিজগিজ করছে তুমিও লুকিয়ে বারান্দায় কাঁদছিলে সেদিন তোমার মুখ ও…
Read More