বন্দেমাতরম্ কথা ছিল আজানের শব্দে ঘুম ভাঙবে অথচ উঠে বসলাম সমবেত হাম্বারবে তারপর মাংসের দাম বেড়ে গেলতারপর হাওয়া অফিসবলে বলে মিলিয়ে দিল সমস্ত পূর্বাভাস সঞ্চয়প্রকল্প চেটে বেঁচেছিল যারাতারা সব ছোট হতে হতে রক্তহীন পতাকা মাড়িয়েঅ্যামিবার দলে ভিড়ে গেল পাঁচকান করিনি তবু প্যান্টের চেন খুলে এই দ্যাখো- দ্বিধাহীন লিখে যাচ্ছি বন্দেমাতরম্ কুমোরটুলি প্রতিদিন খেতে বসার পর দেখি মায়ের মুখ একটু একটু করে শুকিয়ে যাচ্ছে অথচ রোদ নেই সারাদিন ব্লো-ল্যাম্পের সাদা আলোয় ফ্যাকাসে হয়ে গিয়েছে ঠাকুরঘর তার ভেতরে গুমরে গুমরে উঠছে বাতিল যত দেবতা আর বাইরে হাসি-হাসি মুখ নিয়ে রামজন্মভূমি দৃশ্যদূষণ খইনি…
Read Moreদীপ্তিপ্রকাশ দে
লেখালিখি শুরু শূন্য দশকে। কবিতাপ্রয়াসী। এ পর্যন্ত প্রকাশিত বাক্যগ্রন্থ চারটি। ছাব্বিশ রিলের রূপকথা(পরম্পরা), বিস্তারিত ভেতরের পাতায়(ধানসিড়ি), আগুন পাচার (ধানসিড়ি) এবং কর্কটরেখা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘ইত্যাদি ইত্যাদি’(বার্ণিক) নামে একটি গদ্যের বই। থাকেন বর্ধমানে। পেশায় সাংবাদিক।