পায়ের তলায় সর্ষে চলল ভোলা রইলো ঝোলা এই ভেবে বেরিয়ে পড়তে পারলে আর কোনো চিন্তাই থাকে না। ডেস্টিনেশন গ্রীস ও টার্কি। মার্চ মাসের কোনো এক সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরছিলাম, অটোয় বসে অনন্ত অপেক্ষা অন্য যাত্রীদের জন্য। বসন্ত নেমে আসা হলুদ হ্যালোজেনের আলোর সাদার্ন এভিনিউ, কাছের বন্ধুরা যে যার মতো বেড়াতে গেছে, কোনো পিছুটান না রেখেই আমিও মাথার মধ্যে প্ল্যান বানাতে থাকলাম। দু তিন বছর আগে আমি আর অদ্রীশ ভেবেছিলাম যাব, আমাদের সেই অসম্পূর্ণ ইচ্ছের বাস্তব রূপ দিতে। পৃথিবীর ইতিহাসের আদিতম রূপকে চিনে নিতে। লিস্টে ছিল রোম, গ্রীস আর ইজিপ্ট।…
Read Moreমৌ ভট্টাচার্য

গবেষক, নারী ও শিশু অধিকারকমী, পরিব্রাজক। চালস ওয়ালেস ফেলোশিপ পেয়ে ব্রিটিশ লাইব্রেরিতে কাজ করেছেন উনিশ শতকের কলকাতা নিয়ে। গিয়েছেন আমেরিকা আরেকটা ফেলোশিপে। আন্তর্জাতিক নারী ও শিশু পাচার নিয়ে দীর্ঘ দু দশক ধরে কাজ করে চলেছেন, সেই সূত্রে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন। ঘুরে বেড়ানো নেশা। যে কোনো সময়ে ঝোলা নিয়ে বেরিয়ে পড়তে পারেন।
শখ বেড়ানো নিয়ে লেখা, ছবি তোলা, গান শোনা, বই পড়া, সিনেমা দেখা। এর বাইরে বিশেষ কিছু পারেন না , জানেন ও না আর মাঝে মাঝে গান গেয়ে থাকেন তবে শোনানোর লোক পান না।