যখন জানলেন মুখ থেকে বেরিয়ে আসা রক্তস্রোতের কারণ তাঁর যক্ষ্মারোগ, তখন প্রথম যে অনুভূতি হল কাফকার তা বিস্ময়ের। এই বিস্ময় তাঁকে যেন আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে গেল তাঁর শৈশবে আর অসুখই হয়ে উঠল যেন তাঁর মা। বন্ধু ম্যাক্স ব্রডকে লিখলেন, ‘In any case my attitude towards the tuberculosis today resembles that of a child clinging to the pleats of his mother’s skirts. If the disease came from my mother, the image fits even better.’ তাঁর মনে হলো যে নিঃসঙ্গতার ঘেরাটোপে ডুবে থাকা মা যেভাবে নিঃশব্দে তাঁর স্নেহ ভালোবাসা ও যত্নে…
Read Moreঅমিতাভ মৈত্র
জন্মঃ ১ সেপ্টেম্বর, ১৯৫২। সত্তরের কবি। যদিও বইপ্রকাশ অনেক দেরিতে। বইপত্রঃ পতন কথা (১৯৯৬), টোটেম ভোজ (১৯৯৮), ষাঁড় ওঁ সূর্যাস্ত (২০০৫), পিয়ানোর সামনে বিকেল (২০১২), সি আর পি সি ভাষ্য (২০১৫), ক্লোকরুন ( ২০১৬), মৃতরেখা (২০১৭), মায়েস্ত্রো ও পুতুল (২০১৭)। জারণ প্রক্রিয়া (কাব্যনাটক, ২০১৭)। গদ্যের বইঃ পতনশীল নায়ক (২০১২), সাপলুডো (২০১৪), বালি ভাস্কর্য (২০১৬)।