গুচ্ছ কবিতা

 স্বপ্ন ও আয়ু এক টুকরো স্বপ্নের ভেতরে দেখা গেল আয়ু আমার বেশী নেই, অতএব আমাকে আরও বেশী করে কাজ দ্রুত করে ফেলতে হবে, না কি আরও বেশী করে ঢুকে যেতে হবে স্বপ্নের ভেতর? কেননা সেখানে আয়ুস্কাল দ্রুত ফুরিয়ে আসছে, সেখানে সকালের তাড়াহুড়ো, অন্যথায় চোখের বাইরে তো সব যে কে সেই, স্রোতের পরে স্রোত বাজে বকা অনন্ত ঢিলেমি চোখের খোলা বন্ধের মধ্যে যাতায়াত আমাকে নিয়ে যাচ্ছে স্বপ্নটির শেষে, রুমালের সাইজের স্বপ্নে সকলেরই হাতের কাজগুলো সেরে নেবার তাড়া, কেননা এখনও হাতের পুত্তলিটির ভেতরে প্রাণ ফুঁকে দেওয়া হয়নি এখনও পিতা ও তাদের উর্ধতন…

Read More