১ বিনুনির ভাঁজে রাখা মন ক্লান্ত হয়ে আসে এত ক্লান্তি, হে পাঠক ! বালিশের তুলোয় ধরে না বলে সে মিথ্যে মিথ্যে জন্ম দেয় আয়না-সকাল মিথ্যে মিথ্যে ট্রেনে করে যাওয়া দু-ধারে জল জলে পেকে ওঠে তার ঘুম ঘুমের সন্তান তাকে হাত ধরে ধরে নিয়ে যায় সিলিংফ্যানের দিকে ২ আজকাল সিলিংফ্যানই তার সব তার ঘূর্ণন ঘর্ঘর জমে থাকা ধুলো সেই ধুলো জড়ো করে করে, বিছিয়ে তৈরি করা একটা পথ পথের কিনারে ল্যাম্পপোস্ট আদিগন্ত সবুজ। রাতের কিছু বমি প্রতি রাতের এই শ্রমে তার চিবুকের রঙ নীল হয়ে আসে ৩ আমি কল্পনা…
Read Moreদীপান্বিতা সরকার
শূন্য দশকের কবি। পেশাঃ ফ্রিলান্স লেখালিখি, শিক্ষকতা। শখঃ গান শোনা , গান করা , নাটক দেখা। প্রকাশিত বই : ঝিম রাতের মনোলগ (অভিযান, ২০১১)
একান্ন থানের নাও (কবিয়াল, ২০১৩)
পাশের উপগ্রহ থেকে (সৃষ্টিসুখ, ২০১৫)
ইতি গন্ধ পুষ্পে (শুধু বিঘে দুই, ২০১৬)
হিমঝুরি (আঙ্গিক-মাস্তুল,২০১৭)