সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এর কবিতাগুচ্ছ

পুনর্বার কবিতাগুচ্ছ ১. শীতের সমূহ ভয় থলি ভরে এল এই সন্ধে-শনিবারে সর্পভয় সবুজে সবুজ আর রক্তমাখা ঘোরলাল বেগুনি কালশিটে সদ্য জেগে-ওঠা মুখ ভাঙা ও পাণ্ডুর দ্যাখো দূর থেকে একে বলো মার, বলো সরস্বতীবৎ সাদা কলহের গুণে জিভ পুড়ে যাচ্ছে চুনে, মনে পড়ে কথা সব মনে পড়ে শীতের থাপ্পড় রোমশ দুবাহু আজ ঝুঁকে পড়ছে শীতের বাজারে কী কঠিন পেশি, তাতে ঝুলে রয়েছে খাদ্যাখাদ্যসমুচ্চয়, থলি যে-থলিতে ভরা আছে ছোটো ছোটো অঙ্গরাশি হাসি, বাঁকা একে একে গুনে নিই হিসেব মিলিয়ে গুনে নিই নিজের আঙুল নিমেষে মচকে যাই ভেঙে যাই ব্যথায় ফ্যাকাশে সবজির উৎসব…

Read More