শ্রেয়সী চৌধুরী’র কবিতাগুচ্ছ

  সমস্ত মৃত্যুই রাজনৈতিক, অন্তত আংশিক   খুন এইভাবে কতদিন শুয়ে শুয়ে মায়ের গানের সুরে ঘুমিয়ে পড়িনি ভাবতে ভাবতে, চোখ খুলে আমার আততায়ীর চোখে চোখ রাখি। বলি, শান্ত হও, আসতে আসতে শ্বাস, এই তো এভাবে। আমিও নিশ্বাস ত্যাগ করি।     গাছ কী এক দোদুল্যমান, মায়ার মতন নমনীয়, কী এক চার বেলা ধরে হাওয়ায় দুলেছে, দুলে দুলে কাকে যেন ডাকে। জানলার ফাঁক দিয়ে পড়শির ছেলের গায়ে কাঁটা কার মৃতদেহ বাঁধা ওইখানে, বাঁধের ওপারে?     দূর কে জন পালিয়ে যাচ্ছে ভয়ে, বারবার হাত ধুচ্ছে, চোখে মুখে জল, জেনারেল কম্পার্টমেন্ট, বাথরুম…

Read More