অন্ধকাল বেরিয়ে আসতে পারো শামুকী খোলস ছেড়ে দেখতে পারো পুরোটা আঁধার — কতোটা জটিল জ্বালানীবিহীন কী নির্মম এই অন্ধকাল! আকাশে মেঘ নেই, তবু পৃথিবীজুড়ে অন্ধকার নিবিড় অন্ধকার! শাদা প্রজাপতি এইখানে আমি একা, নিঃসঙ্গ পরিব্রাজক। তারপরও সে আছে এখানেই মাড়াইকৃত চালের মতো শুভ্র শরীর নিয়ে এখানেই কোথাও সে রয়ে গেছে অপ্রকাশিত প্রজাপতি হয়ে। শাদা প্রজাপতি এক জীবন্ত এরোপ্লেন। হাত বাড়ালেই তার উন্মাতাল গান উঠে আসে হাতে কান্নার সুর। দৃশ্যের মিউজিয়াম জীবনকে মনে হয় ছায়াশীতল মিউজিয়াম। তুমি কি ধ্বংশমতো কারাগারের রক্ষী? একদিন শাশ্বত হয়ে যেতে পারে সবকিছু,…
Read Moreসাম্য রাইয়ান
সাম্য রাইয়ানের জন্ম নব্বই দশকে; ডিসেম্বরের ৩০ তারিখ, বাঙলাদেশের কুড়িগ্রাম জেলায়৷ স্কুলজীবনে কবিতা লেখার হাতেখড়ি৷ প্রথম কবিতা প্রকাশিত হয় ‘মঞ্চ’ পত্রিকায়৷ ২০০৬ থেকে লিটল ম্যাগাজিন ‘বিন্দু’ (www.bindumag.com) সম্পাদনা করছেন৷
প্রকাশিত পুস্তিকা:
বিগত রাইফেলের প্রতি সমবেদনা (কবিতা)
সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট (গদ্য)
মার্কস যদি জানতেন (কবিতা)
হলুদ পাহাড় (কবিতা)
প্রকাশিত বই:
চোখের ভেতরে হামিং বার্ড (কবিতা)
লোকাল ট্রেনের জার্নাল (মুক্তগদ্য)
লিখিত রাত্রি (কবিতা)
সম্পাদিত বই:
উৎপলকুমার বসু
ব্যক্তিগত ওয়েবসাইট: sammo.bangmoy.com
প্রকাশিত পুস্তিকা:
বিগত রাইফেলের প্রতি সমবেদনা (কবিতা)
সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট (গদ্য)
মার্কস যদি জানতেন (কবিতা)
হলুদ পাহাড় (কবিতা)
প্রকাশিত বই:
চোখের ভেতরে হামিং বার্ড (কবিতা)
লোকাল ট্রেনের জার্নাল (মুক্তগদ্য)
লিখিত রাত্রি (কবিতা)
সম্পাদিত বই:
উৎপলকুমার বসু
ব্যক্তিগত ওয়েবসাইট: sammo.bangmoy.com