মোছার দাগটুকু থেকে যাবে এসো, তোমাকে আজ একটু আদর করি, চলে যাওয়ার সময় আমি, আমার ছাইভস্মের লেখা, তোমার পিঠে পরম করে একটু হাত রাখব? ব্যথা যা দেওয়ার সে তো সাধ্যমতো যত পারো দিয়েছ, তোমার ভারি পাছায় অগণিত তারার আলো, কী অবাক করা সৌন্দর্য্য এই পৃথিবীর, এটুকু তো মিথ্যা ছিল না একেবারেই, শৃঙ্খলা সেটাই আমাকে যা বেঁধে রাখবার, রেখেছিল হাওয়ায়, বৃষ্টিতে, দিনের পতনে ও নিশার উপহাসের ভিতর, আমি তখন বলেছি— অন্যায় হচ্ছে, আমার উপর অনেক অবিচার করা হল, আজ সে কথা ভেবে উলটে মিটিমিটি হাসছি, বলি— এত কি সময় আছে পুরনো…
Read Moreসুব্রত সরকার
সুব্রত সরকার ২৭শে আগস্ট ১৯৫৬ সালে দমদম এয়ারপোর্টের কাছে এক উদ্বাস্তু কলোনিতে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য শাখার স্নাতক। একটি ও সরকারি সংস্থার কর্মী ছিলেন। কিছুদিন সাংবাদিকতার কাজও করেছেন। প্রথমযৌবনে হিসাব পরীক্ষক হিসেবে প্রচুর ভ্রমণ ও সেই সূত্রে পশ্চিমবঙ্গের নানা গ্রাম ও মফস্বল শহরে যাতায়াত করায় এক বিচিত্র অভিজ্ঞতার অধিকারী। হাজার ১৯৯৬ সালে শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার ও ১৯৯১ সালে বীরেন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কার পেয়েছেন 'ঘন মেঘ বলে ঋ' কাব্যগ্রন্থের জন্য। এছাড়া ওর নানা বিদেশি ভাষায় তাঁর কবিতার অনুবাদ হয়েছে।