দুর্জয় আশরাফুল ইসলামের গুচ্ছ কবিতা

ভিটে-বাড়ি যে কোন জলদিঘিকে মনে হয় কবিতায় ছুঁয়ে আছে আর যে হাঁসেরা খেলা করে অলস দুপুরবেলা তাদের আঙুলের মাপ নেবে বলে থরথর করে জল নামছে নরম রোদের ভেতর এই স্মারকচিহ্নের খেলা চলে – ছায়ামেঘ দূরে বসে থাকে অপেক্ষায়, কখন বাঁশিতে সুর তুলতে তুলতে আলস্য গাঢ় হয়, পৃথিবী ঘুম যায়; যে কোন চোখের গল্পে হরিণ মূর্তি নামে, দাবাঘর ঘিরে স্তব্ধতা যেরকম। অতীতের প্রেমিকেরা আজ কোথায়, হাতপাখার বুননে যে গ্রীষ্মকাল তার উত্তাপ থেকে সরে বৃষ্টিমণ্ডলের দেশে? নড়ে ওঠে বন্ধ্যা বাতাবিলেবু গাছ, কোন খোঁজ নেই, শুধু জানি খুঁড়তে জানলে আজও পাওয়া যেতে পারে…

Read More