ভিটে-বাড়ি যে কোন জলদিঘিকে মনে হয় কবিতায় ছুঁয়ে আছে আর যে হাঁসেরা খেলা করে অলস দুপুরবেলা তাদের আঙুলের মাপ নেবে বলে থরথর করে জল নামছে নরম রোদের ভেতর এই স্মারকচিহ্নের খেলা চলে – ছায়ামেঘ দূরে বসে থাকে অপেক্ষায়, কখন বাঁশিতে সুর তুলতে তুলতে আলস্য গাঢ় হয়, পৃথিবী ঘুম যায়; যে কোন চোখের গল্পে হরিণ মূর্তি নামে, দাবাঘর ঘিরে স্তব্ধতা যেরকম। অতীতের প্রেমিকেরা আজ কোথায়, হাতপাখার বুননে যে গ্রীষ্মকাল তার উত্তাপ থেকে সরে বৃষ্টিমণ্ডলের দেশে? নড়ে ওঠে বন্ধ্যা বাতাবিলেবু গাছ, কোন খোঁজ নেই, শুধু জানি খুঁড়তে জানলে আজও পাওয়া যেতে পারে…
Read Moreদুর্জয় আশরাফুল ইসলাম
জন্ম ২১ নভেম্বর ১৯৮৭, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া
জেলার শিলাউর গ্রামে। কর্মসূত্রে ঢাকায় বাস। হিসাববিজ্ঞান বিষয়ে
স্নাতকোত্তর, পড়াশুনা করেছেন অর্থায়ন ও মানবসম্পদ নিয়েও। বাংলাদেশের
প্রধানতম একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে কর্মরত।
এখন অবধি তার সমস্ত লেখালেখি সামাজিক মাধ্যম, লিটলম্যাগ আর ওয়েবজিন জুড়ে।