দিদিম নামের বাৎসরিক বারোমাসের দানের কলসি। মাটির ছায়ার ভরা ছোটোবেলার গ্রাম। তখন তোমার রঙের বয়স ? দেখা হয়েছে দাদাসোনার সঙ্গে ? না না সে তো অনেক পরে। উঠোনে মা-বাবা আমি ছিলাম সবার ছোটোবোন। জংলা ঘাটে খেলার সঙ্গী সেই কবেকার শ্যাওলা ধরা পুকুর তোমার জন্য বারোমাসের জল পাঠাল আজ… প্রেতের যেন কী নাম ? গোত্র কী যেন? বলুন: শান্তি… শান্তি… পুরোহিতের পাশেই রাখা খাট-বিছানা-বালিশ তার ওপরে ঢেউ-এর মতো এই জীবনের রোদ্দুর— নিজের চোখেই দেখছে নিজের পারলৌকিক কাজ ! এখন যত দুপুরবেলা গ্রামের নাম বিরহী সন্ধ্যাদিরা কেমন আছেন ? সাধনা আর…
Read Moreঅভিরূপ মুখোপাধ্যায়
জন্ম ২ সেপ্টেম্বর, ১৯৯৩। নদিয়ার কৃষ্ণনগর শহরে বসবাস করেন। ২০২০ সালের কলকাতা বইমেলায় অভিরূপের প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছে। বইটির নাম: এই মন রঙের কৌতুক। প্রকাশক: সপ্তর্ষি প্রকাশনা।