অনিতেশ চক্রবর্তী’র কবিতাগুচ্ছ

    নেহাতই কবিতাগুচ্ছ   ১ যে নক্ষত্র নিভছে, আমি তার সুড়ঙ্গের মুখে ওরা আতর মাখাচ্ছে চাদরের গায়ে। জয়দেব নদী বয়ে যাক, বয়ে বয়ে যাক, ও ছাতিম গন্ধে প্লাবিত দৃষ্টি কে নেবে? কত সুর, মন্ত্রগুপ্তি আমি লিখে গেছি সব, স্বরে ভুল নেই ঘুঙুর বেঁধে কে নামল মাটিতে! থামো, এই তাল এই লয়, জন্ম, উপত্যকা, আমাদের। এর সব কথা জেনে গেলে না-হওয়া বাসায় রোদ খেলবে না যে মাদুর ভিজছে, আমি তার ভিতরে গোটানো ওরা গুছিয়ে নিয়েছে সব– নাম, বাস্তু, যতি– জ্বরে জল আসে অঙ্গে, নক্ষত্র সাক্ষী, অসহ্য বিস্ময়ে ছটফট করতে করতে…

Read More