অভি কর্ষিত চারণভূমির ডাইরি

১. তোমার অন্তর্বাসের পরিপূর্ণ জানালা দেখতে চেয়ে যে গূঢ় তত্ত্বের অবতারণা করতে হলো, তার সাথে শুধুমাত্র তৃষ্ণার্ত উটের তুলনা দিতে পারি। যে উট বসতিতে আসামাত্র সমস্ত কুঞ্চিত জন্মদ্বারে লেগে গিয়েছিল অমূলক আগুনের শঙ্কা। শূন্যে ভাসমান প্রতিটি সুস্থ বারান্দা ফিলআপ ছিল দেবতাদের উন্মাদ কলকাকলিতে। উটটির বোধহয় সামান্য বাতজ বেদনার প্রকোপ ছিল। না হলে কেন বলো বারবার অর্ন্তবাসের জানালায় নাক ঠেকিয়ে জেনে নিতে চাইছিল দৈব ওষুধের প্রকরণ ক্রিয়া।   ২. কার্যত প্লেজ়িয়ারিজমের ঘনত্ব অনুধাবন করা আকাটা হীরকখন্ডের মতো কঠিন। সুবাতাস এড়িয়ে ঘৃত ও গব্য চর্চিত বাঁশ দিয়ে ঠেলে তোলা মাংসের বস্তুবাদ তোমার…

Read More