“লাইলাহা ইল্লালা…লাইলাহা ইল্লালা…, আল্লাহ, আল্লাহ, আল্লাহ…।“ সবেমাত্র ‘জিকির’ শুরু হয়েছে, আর তাতেই পিরহুজুর ধ্যানে মগ্ন হয়ে গেছেন! তাঁর ফর্সা মুখটা চাঁদের মতো জ্বলছে! এ আলোকেই মেজালরা বলে ‘নূরের আলো’। মেজাল খুউব চালাক। ‘জিকির’ তুলতে তুলতে একবার চোখ বন্ধ করছে, আর একবার আঁড় চোখে পিরহুজুরের দিকে ফিক করে তাকাচ্ছে। তার উল্টো দিকে মুখ করে বসে থাকা সাদেক রেজা ব্যাপারটা লক্ষ্য করছে। আর মনে মনে খিস্তি দিচ্ছে। গোলাম আর ইজাজুল তখন জিকিরের বোলে ঘোর হয়ে আসমানি হয়ে গেছে। এরা সবাই আইবুড়ো টগবগে তরুণ। কারোরই বয়স কুঁড়ি পার হয়নি। তবে বিছানায় স্বপ্নদোষের ঠেলাই…
Read Moreসৌরভ হোসেন
জন্ম ১৯৮৫ সালের ৩রা মার্চ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার অন্তর্গত দস্তুরপাড়া গ্রামে| পিতা মোঃ নকিবউদ্দিন সেখ মাতা সামোদি বিবি| স্ত্রী দিলরুবা খাতুন। প্রথম গল্প প্রকাশিত হয় স্কুল ম্যাগাজিনে| গল্পের পাশাপাশি কবিতা, রম্যরচনা ও উপন্যাসও লেখেন| 'দেশ' পত্রিকায় গল্প, কবিতা ও রম্যরচনা প্রকাশিত হয়েছে| এছাড়াও দৈনিক এইসময়, সাপ্তাহিক বর্তমান, গল্পগুচ্ছ, একুশ শতক, নতুন কৃত্তিবাস, কালি ও কলম, নন্দন, আরম্ভ, দৈনিক পুবের কলম, দৈনিক দিনদর্পন, গল্পপাঠ, আপনপাঠ ইত্যাদি পত্রিকায় তাঁর গল্প প্রকাশিত হয়েছে| আরম্ভ, নন্দন এবং সৃষ্টির একুশ শতক পত্রিকায় উপন্যাস প্রকাশিত হয়েছে। লেখালেখির পাশাপাশি তাঁর শখ বইপড়া ও অনুষ্ঠান সঞ্চালনা| পেশায় স্কুল শিক্ষক| 'আকাশবাণী মুর্শিদাবাদ" বেতার কেন্দ্রে ক্যাজুয়াল হিসেবে অনুষ্ঠান সঞ্চালকের কাজও করেন| তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ 'কমরেড ও অন্যান্য গল্প'( অভিযান পাবলিশার্স), " জমিনের আরশ" (সৃষ্টিসুখ প্রকাশন)। এছাড়াও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি ২০২২ এ প্রকাশ করেছে "নবস্পন্দন গ্রন্থমালা" বিভাগে "সৌরভ হোসেনের গল্প" গ্রন্থ।