বাপি গাইনের কবিতাগুচ্ছ

বাপি গাইন-এর কবিতা ১ লোকটা সিলিং জুড়ে আয়না লাগিয়ে ছিলো বেডরুমে। বালিশ ছাড়াই তার অভ্যাস হয়ে গেছে এখন। ডাক্তারবাবুর বারণ। আরো অনেক বারণের মধ্যে একমাত্র বালিশটাই ছুঁড়ে ফেলা গেছে। বালিশ, নির্জন আসবাব, প্রতিবাদ পারেনি। না প্রতিবাদের ভেতর হু হু মেঘ, মেঘভর্তি তুলোবীজ, বৃষ্টিহীন তুলোবীজ …       ২ কীভাবে হৃদিকে বোঝাবো যতই বিষয় দিয়ে আড়াল করি পেট প্রিয়তম, সব নেশা ছুটে যায় ইহজন্মের। সন্ধের দিকে ঝুঁকে পড়া বাবাটির চোখে আজও একফালি ছাদ লেগে থাকে। আমি তার যোগ্যতর সন্তান, কবিতা লিখি। কতদিন লিখবো – বলতে পারিনি। অন্ধকার ঘনিষ্ঠ হলে বাবাকে…

Read More