কবিতা (১) বিরতিতে নিজেকে গুটিয়ে নেয় ঘোলা জলের জিওল, অল্প অক্সিজেন মেনে নেয়। ফিরনি স্কিনে মোলায়েম রাখে রোখ,নোনা পানি। পিতল ইজ্জত আর জোড়া বুকে সেজে ওঠে অবুঝমারের ঈশ্বর আবিষ্কার করা মেয়ে। সঠিক পরিমাপে জান আর থোপা জলে ধরা নরম কছুয়া… এই তো হেঁসেল। বেলেল্লার প্যাস্টেল শেডের মুড, জরিবুটি, চামচে গুলি নয় কলিজা ব্যালান্স। তা হোক। বেসিনে যারা পুরুষাঙ্গ ধোয় তারাও তো অলৌকিক ঘটনার পরে পারলৌকিক চিতল কিনতে ভালোবাসে। (২) বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান এইমাত্র শেষ হোলো, শূন্য মেগাহার্টজ-এ আপনারা শুনবেন নৈঃশব্দ্য। মৃত মানুষের স্বপ্ন দেখতে ভিখারীকে বারণ করেছে অঘোরী।…
Read Moreপ্রদীপ্ত রায়
জানেন কিঞ্চিৎ, পারেন তার অর্ধেক। অজ্ঞাত - দুনিয়া সমান। না পারাগুলো খুঁচিয়ে দেওয়ার জন্য যজ্ঞ ডুমুরের ডাল ব্যবহার করেন। শখ বলতে মশা মারা। সরকারি স্কুলে শিক্ষকতা করেন। বিষয় ইংরেজি সাহিত্য। প্রিয় বিষয় অঙ্ক। ঘেন্না করেন ডেইলি সোপ, mediocrity আর নিরামিষ। প্রিয়তম লেখক সুবিমল মিশ্র। কি করে বাস-রাস্তা শেষ হয়ে গিয়ে শুরু হয়ে যায় নোনা জলের বাহার, দেখে বেবাক হয়েছিলেন একুশ বছর বয়েসে। যে দুঃস্বপ্ন জাগিয়ে রাখে তা কম জানা। 'ণ-ত্ব' বিধান, 'ষ-ত্ব' বিধান ছোটোবেলায় ভালো করে না পড়াটা আফসোস। প্রেমিকার নাম প্রগাতা। মা এখনো জীবিত। ১৯৮৪ সালের শেষদিনে হাওড়ার জয়সোয়াল হাসপাতালে জন্ম। মৃত্যু অযথা দেরী করছে।