বর্ষার লেখা ৩ আকাশে প্রচ্ছন্ন প্রশ্রয়, তবুও আষাঢ় তুমি ইদানিং হারিয়েছ পুরাতন গ্লোরি। শহরে কদমের ফুল এখন বাড়ন্ত আর বিরক্ত মুখের কাছে হেরে যাচ্ছে সুখী বর্ণমালা। তাও এই বিকেলের নিজস্ব গহ্বরে ফিরে ঠুমরির বিলাসিতা করি আমি ক্লান্ত নাগরিক – দেশ যে রাগের নাম তাকে ভাঙা যায়নি এখনও। ৪ বুগেনভিলিয়ার ডাল পাতাশূন্য পুঁতে দিয়ে অপেক্ষায় আছি গোলাপি দুপুরের। কাঁটার স্পর্শে যে ব্যথা – বলে দেয় কিছু তবু হল – তার। এ ঋতু টুকরো থেকে গাছ হয়ে ওঠার কথায় সম্ভাবনার মত মায়া ছড়িয়েছে মাটিময়। তুমি তাকে ভালোবাসো – অপেক্ষা করো দুটি-একটি…
Read Moreশ্রীদর্শিনী চক্রবর্তী
শ্রীদর্শিনী চক্রবর্তীর জন্ম কলকাতায় ১৯৮২ সালে। সাঙ্গীতিক পরিবারে বড় হয়ে ওঠা শ্রীদর্শিনীর স্নাতকোত্তর পড়াশোনা অর্থনীতি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগতভাবে গান গাওয়া গান বাঁধা এবং গান শেখানোর পাশাপাশি সাহিত্য তার অস্তিত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে।মুম্বাইয়ের ইন্ডিয়ান আইডল একাডেমীর মেন্টর হিসেবে কাজ করেছেন, গানের এলবাম বৃষ্টিকথন প্রকাশ পেয়েছে টাইমস মিউজিক থেকে। একাধিক ছবিতে, টিভি সিরিয়ালে গান গেয়েছেন। বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এবং তার ব্যবহারিক দিক নিয়ে কাজ করছেন। লেখালিখির শুরু স্কুলজীবন থেকে হলেও তার লেখালিখির ধারাবাহিক প্রকাশের শুরু শূন্য দশকে। লিখেছেন দেশ পত্রিকা, এইসময়, আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে কৃত্তিবাস, কৌরব, কবিসম্মেলন ইত্যাদি পত্র-পত্রিকায়। যৌথ সংকলন বাদে ইতিপূর্বে প্রকাশিত কবিতার বই মোট ছয়টি।