সন্ধ্যায়, আনমনে ১ হাওয়ার মর্মবেদনার গায়ে চুম্বনটুকুর রেখে আসে যে রেশ তারে তুমি বীজের সম্ভাবনা দিও প্রেম শিশিরের নিশিডাক শুনে যে জীবন ব্রাত্য রয়ে গেল তার হৃদকমলে তুমি ফুটে উঠবে সন্ধ্যামণি ফুল? এদিকে এ দেহে কৃষিকাজের সম্ভাবনা নেই বলে পাড়ায় পাড়ায় কী ভীষণ বদনাম রটে গেছে বদনখানি তার আলুথালু পড়ে থাকছে বস্ত্রহীনের ডেরায় চোখে একদিন ঘুঙুর বেজেছিল এই তার অপরাধ নিঃশ্বাসে একদিন নদী ডেকেছিল এই তার অপরাধ? আলোর আস্তানা দেখে মাটির ময়লা যে ঝেরে ফেলেনি তার খোঁপায় তুমি একদিন তারা হয়ে দুলো, দুলে উঠবে তো জোনাকি? …
Read Moreকৌশিক ভট্টাচার্য
জন্ম-১মে, ১৯৮৭।
লেখালেখির শুরু ২০১২ থেকে। কৃত্তিবাস,শুধু বিঘে দুই,বৃষ্টিদিন,বায়স,তমসা প্রভৃতি পত্রিকায় লেখা বেরিয়েছে।
লেখালেখির শুরু ২০১২ থেকে। কৃত্তিবাস,শুধু বিঘে দুই,বৃষ্টিদিন,বায়স,তমসা প্রভৃতি পত্রিকায় লেখা বেরিয়েছে।