ফ্রেঞ্চ আল্পস ১ : মর্জিনের পথে শুরুটা মোটেও সুখকর ছিলনা। বার্মিংহাম থেকে আমস্টারডাম হয়ে জেনিভা পৌঁছনোর কথা দুপুর দুটোর মধ্যে। সেখান থেকে বাসে করে মর্জিন (Morzine)। ফ্রান্স আর সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত মর্জিন ফ্রেঞ্চ আল্পস ঘেরা একটা ছোট্ট শহর । আমরা যাচ্ছি কয়েকদিন আল্পসকে এই প্রথম কাছ থেকে ছুঁয়ে দেখার এবং চেনার আশায়। আল্পস হিমালয় নয়। অত সুউচ্চ পর্বত শিখরের দাবিও করে না। কিন্তু নিজের স্বমহিমায় পৃথিবীতে বিরাজ করছে। হিমালয় সৃষ্টির ২৫০ মিলিয়ন বছর আগে সৃষ্ট এই ভঙ্গিল পর্বতমালা দক্ষিণ ইউরোপের ফ্রান্স থেকে আলবেনিয়া অবধি ১২০০ কিলোমিটার জুড়ে বিরাজ করছে…
Read Moreমহুয়া কাঞ্জিলাল
আমি মহুয়া। বেড়াতে আর নিজের দেখা, সবার সাথে ভাগ করে নিতে ভালোবাসি, তাই বেড়ানোর গল্প লিখি। কৃষ্ণনগরে স্কুলজীবন কাটিয়ে ভূগোল নিয়ে পড়াশুনো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, সেখান থেকেই ডক্টরেট করি। জীবনের আবর্তনে ইংল্যন্ডে আসা এবং গবেষণামূলক কাজের জন্যে রয়াল জিওগ্রাফিক সোসাইটির ফেলো উপাধি লাভ । বর্তমানে ইংল্যন্ডের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সাথে যুক্ত এবং এ দেশের মিডল্যন্ড অঞ্চলে বাসিন্দা। গবেষণা, অধ্যাপনা, বাগান করার মাঝে সুযোগ পেলেই বেড়িয়ে পড়ি প্রকৃতি, সংস্কৃতি আর অবশ্যই মানুষের টানে।