শূন্য ক্ষতস্থান প্যাঁচার নির্জনতা বাড়ায় যে নক্ষত্র তাকে আমি ছেড়ে এসেছি- জ্যোৎস্নায় আধো ডোবা অবৈধ মৃত্যুর লোভে ভালোবেসেছি বিষণ্ন রাতের জবানবন্দী জুড়ে ছেঁকে ওড়া জোনাকির মতো ফুটে থাকা তোমার গন্ধরাজ, শৈশবের রঙীন নদী যত; হারানো বাড়ি-চিঠি-স্নেহ ফিরিয়ে আনে সমুদ্র বারবার তোমাকে কীভাবে ভোলে শূন্য ক্ষতস্থান তোমাকে কীভাবে ভোলে কবিতা আমার! শৃগাল ক্ষুধার্ত হলে রাত্রি বেড়িয়ে পড়ে সম্ভোগ শিকারে; হুহু মেঘ-চোখে, তুমি আড়াল হয়েছো দীর্ঘ শ্রাবণের ভারে যেন উড়ন্ত চিলের আদলে ছেড়ে যাচ্ছ প্রতি পিছুটান যেন পিছু নাও অন্তহীন মর্মরের যা স্বপ্নকে ঘর বলে মানে আর হাওয়ায় হারিয়ে…
Read Moreঅনুপম পোল্লে
জন্মসাল ১৯৯০। বাড়ি কলকাতায়। পড়াশোনা ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে। পেশায় দন্ত চিকিৎসক। খুব অল্প দিনেই দন্ত চিকিৎসক হিসেবে সুপরিচিতি অর্জন করেছেন। পাশাপাশি লেখালেখির প্রতি প্রবল ভালোবাসা এবং অধ্যবসায়।