‘শেষ খেয়া; কে যাবে গো?’ একজন চাপ দাড়িওয়ালা লোক ডাক দিচ্ছে। পরনে হাঁটু পর্যন্ত গোটানো প্যান্ট। আগে হয়তো প্যান্টটার কোনো রং ছিল, এখন তাকে কেবল সাদা-কালো বলেই চালিয়ে দেওয়া যাচ্ছে। গায়ে ফ্যাকাসে লাল রঙের গেঞ্জি। তাতে চারটে ফুটোও আছে। ভালোভাবে খেয়াল করলে আরও ফুটো চোখে পড়ত মনে হয়। কিন্তু সে ডাক দিতে দিতে এদিক-ওদিক ঘুরছে। এত চলমান দৃশ্যকে ধরে রাখা যায় না। লোকটার চুল হাওয়াতে হাওয়াতে ঝাউবন হয়ে গেছে। গায়ের রঙের সাথে চুলের রঙের ফারাক কেবল এটুকুই যে চুলে কিছুকাল আগে লোকটি মেহেন্দি লাগিয়েছিল, তার লালচে কমলা রং খেয়াল করলে…
Read Moreবিতান চক্রবর্তী
দীর্ঘ বারো বছর থিয়েটারের সঙ্গে অঙ্গাঙ্গী যোগ। বিশিষ্ট নাট্যকার সুপ্রীতি মুখোপাধ্যায়ের কাছে তালিম। এই যাপনের ঊর্দ্ধেও বিতান চক্রবর্তীর অন্যতম পরিচয় তিনি গল্পকার। গল্পলিখিয়ে। গল্পবলিয়ে। বিতানের ছোটগল্প সংকলন তিনটি, দুটি উপন্যাসিকা, একটি গদ্য সংকলন এবং দুটি অনূদিত গ্রন্থ। প্রকাশিতব্য রিডান্ড্যান্ট (প্রকাশক রিডোম্যানিয়া, দিল্লি), ওঁর হাতকাটা উপন্যাসিকার অনুবাদ। আরো জানতে ক্লিক করুন bitanchakraborty.com-এ।