Read More
শমিত রায়

শমিত রায় - নব্বইয়ের দশকে উত্তর কলকাতার হামাগুড়ি থেকে পিঠে চাইনিজ পেনে আঁকা ডানা গ্রাফিক্সে বদলে নিয়ে উড়ে গেছিলেন দূরবর্তী নগরে। শিকড় ভেবে সঙ্গে নিয়েছিলেন দু’একটি সাহিত্যের ক্লাসঘর আর ফেলে দেওয়া কবিতাসমূহ। নানা ঘাটের নানাবিধ জল ও বাতাস খেয়ে এখন এক পণ্যচিহ্নের রাখাল। নিজের আধখাওয়া সময়ে অ্যানালগ আর ডিজিটালের মাঝে বাঁধা এক অদৃশ্য দড়ি বেয়ে যাতায়াত করেন এ পাড়া থেকে ও পাড়ায়; দত্তক নেন রেখা ও অক্ষরের অনাথ সন্তানদের। শব্দের শবটুকু রেখে কেটে ফেলা দ থেকে দৃশ্য বানাতে থাকেন। ভাবেন ইতিহাস লিপিবদ্ধ করছেন আগামী এক লিপিহীন সময়ের।