চারকোল অ্যান্ড ইংক অন পেপার
Read Moreচিরঞ্জিৎ সামন্ত
জন্ম-১৯৮৪। চিরঞ্জিৎ সামন্ত পেশায় চিকিৎসক। খুব ছোটবেলা ছবি আঁকার প্রতি নিবিড় ভালোবাসা। একই সাথে লেখালিখির শুরু। মূলত কবিতা। একাধিক গ্রন্থের প্রচ্ছদ ও গ্রন্থচিত্রণ করেছেন। কবিতা,গ্রফিক কবিতা, কার্টুন প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। বাংলার নবীনপ্রবীণ কার্টুনিস্ট দের নিয়ে তৈরী কার্টুনদলের সদস্য। অংশগ্রহণ করেছেন ছবি ও কার্টুন নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী ও কর্মশালায়। প্রকাশিত কবিতাগ্রন্থ 'প্রচ্ছদ শ্রমিকের জার্নাল '।