১ কাকে কখন ছেড়ে আসা ভালো কোথায়- এসব প্রশ্নের ভেতর আরও লম্বা হচ্ছে তোমার শরীর শরীরের ভেতরে একটাই দরজা বারবার খুলে যায় মাঝে মাঝে দেখা যায় শ্মশানের নদী একেকদিন বাগানে জ্যোৎস্না দরজা বন্ধ করে দিতে গিয়ে দেখেছো তুমি শরীর লম্বা হয়েছে অথচ হাতদুটো অসাড় থেকে গেছে অথচ জানো তুমি হাতের ভেতরে ক্রমাগত বড় হয়ে উঠেছে তোমার অপত্যস্নেহসমূহ… ২ একা থাকা ও নিঃসঙ্গতার মাঝখানের কিছু গান কাঠের আসবাবের মাঝে গুছিয়ে রাখা থাকে গানের শিকার প্রবণতাকে ভয় পেয়ে তুমি পাখির ছায়াটিকে রেখে দিয়েছো বন্ধ দরজার ওপারে অথচ তুমি জানো তোমার দেহের ভেতর…
Read Moreদীপ শেখর চক্রবর্তী
জন্ম বৈশাখের প্রথম দিন,শহরতলি।কর্ম,জন্ম ও মৃত্যু মাঝের সরলরেখাটিকে নিয়ে নিরন্তর বিপজ্জনক সব খেলা।স্বপ্ন,দিবা।গোত্র,পলায়নপর।
প্রিয় রঙ গাঢ় নীল।প্রিয় ঋতু শীত ও নারীর বুকের গন্ধ।