বিকল্প ১ নিজেকে দেখার চেয়ে বড় খেলা পৃথিবীতে নেই আমি কী কী পারি আর কতটা পারি না কতটা ক্ষমতা আর কীভাবে বৃত্তের শেষে পরিধি পেরোই, কীভাবে জলের পাশে বেজে ওঠে ড্রাম, বিউগল স্তব্ধতার বুক চিরে কীভাবে ছিটকে ওঠে কান্নার ফোয়ারা, তাই দেখি, তাই দেখি, সেভাবেই খেলা জমে ওঠে… ২ ছিঁড়ি ছিঁড়ি ভাব করি, ধুয়ো তুলি এই ছিঁড়লাম ধাবিত রক্তের পাশে ফেলে রাখি মরচে-ধরা ব্লেড মাথার ভেতর খুঁজি গলি-ঘুঁজি, পর্দা তুলে নামি পরবর্তী পর্দা খুলে যায়, মজার খেলা রে ভাই, হাওয়ার রেখায় আর কালের রেখায় আলো সরে সরে যেতে থাকে, নিভে…
Read Moreঅর্পিতা কুণ্ডু
জন্ম ১ লা মে। বেড়ে ওঠা বাঁকুড়ায়। বর্তমানে মেদিনীপুর নিবাসী। প্রথম কাব্যগ্রন্থ ‘গাঙ্গেয় যমুনার তীরে’ প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। এই কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন ‘পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি শক্তি চট্টোপাধ্যায় স্মারক সম্মান’ ও ‘কৃত্তিবাস পুরস্কার’। দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘পরিযায়ী… প্রত্নতাত্ত্বিক’ প্রকাশিত হয়েছে ২০২১ সালে।