ঠিকা শ্রমিকের ইস্তাহার মথুরানগর থেকে বসন্তে আসেনা আর কোনই মস্তান মুরলিবিহীন পথ ছয়লাপ শুধু আজ ছাদ পেটানোর গানে ধীরে ধীরে ভরে ওঠে শহরের মেধাবী শূন্যতা তবু তো সহজ নয় ভাবি বেদনার পরিবর্তে এই নির্মোহ নির্মাণ… মাঝেমাঝে ওদের, কেউ কেউ পড়ে থাকে নষ্ট ঘিলু যেন থ্যাঁতলানো আপক্ক ফল অক্ষিকোটর ছেড়ে ঠিকরানো তৃণগুল্ম- তাকিয়ে থাকা আর প্রিয় স্পর্শহীন কোনো সমাধিস্থল নৌকাপটু ভীল তরুণীকে চেনাতে চাইলে কেন ট্র্যাফিক সিগন্যাল! খ্রিস্টজন্মের কথা চিনার গাছের পাতা, তোমার উড়ন্ত ছায়ার দিকে আমার কেবলই মনে পড়ে ক্রুশ কাঁধে হেঁটে যাওয়া মেরীর সে ছেলেটির কথা গ্রাম নদী কন্দরের…
Read Moreপৌষালী চক্রবর্তী

পেশায় রাজ্য সরকারী আমলা - ডেপুটি ম্যাজিস্ট্রেট এন্ড ডেপুটি কালেক্টর হিসাবে কর্মরত। রসায়ন, তুলনামূলক সাহিত্য ও বাঙলা সাহিত্য নিয়ে পড়াশুনা । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যের গবেষক। আগ্রহের বিষয় ইতিহাস, দর্শন উনিশ শতক। নেশা বই পড়া, ফটোগ্রাফি, পাহাড়ে বেড়ানো আর ভারতীয় মার্গ সঙ্গীত শোনা।প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ লিলিথ জন্মেরও আগে ( ২০২০), দ্বিতীয় কাব্যগ্রন্থ মানভূম জার্নাল (২০২১)। বিভিন্ন পত্রপত্রিকা ও ওয়েবজিনে কবিতা, প্রবন্ধ, গল্প, অনুবাদ কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে।