হঠাৎ করে নয়,পাড়ার চেহারাটা খোল নলচে সহ ভেতর থেকেই ধীরে ধীরে পাল্টে গেছে গত কয়েক বছরে। এমন পাল্টেছে যে এদের জীবন সংশ্লিষ্ট মূল যে জীবিকা,তার পরিচয় ধীরে ধীরে লীন হতে হতে পাড়ার বিশেষত্বটা একটা মজা ডোবায় পরিণত হয়েছে। যে ডোবায় যে কোন সময় কয়েক ঝাঁকা মাটি ঢেলে দিলেই তার আর কোন নাম নিশানা থাকে না, তেমন। ধুঁকতে ধুঁকতে যে কয় ঘর এখনো পাড়ায় আছে যে কোন অজুহাতে যে কোন দিন নিশ্চিহ্ন হয়ে গেলে পরদিনই পাড়াটির কথা সবাই বেমালুম ভুলে যাবে। মনে রাখার সংগত কোন কারণের মতো মোটেই প্রয়োজনীয় নয় এরা।…
Read Moreরুমা মোদক
হবিগঞ্জ, বাংলাদেশ। পিতা- প্রিয়তোষ মোদক, মাতা- দীপ্তি রাণী মোদক। পড়াশোনা - বাংলা ভাষা ও সাহিত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে কর্মরত। একাধিক গল্পগ্রন্থ'র প্রণেতা।