Read More
চিন্ময় মুখোপাধ্যায়
স্বশিক্ষিত শিল্পী,প্রায় ২০ বছর সরাসরিভাবে শিল্পচর্চার সঙ্গে যুক্ত। খুব কম বয়স থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ থাকলেও সেভাবে প্রাতিষ্ঠানিক শেখা হয়নি। তবে তারজন্য কোনো আফশোস নেই, নিজের ইচ্ছেশক্তি,পরিশ্রম ও চর্চা দিয়ে নিজের জায়গা তৈরি করে নিতেই বেশি আগ্রহী।বাংলার লোকায়ত শিল্পমাধ্যম পট, টেরাকোটা, পুতুল এসব বিষয়ে আগ্রহ থেকে বাংলা ঘরাণার ছবিতে আসা,বিশেষত যামিনী রায় যেভাবে পটের চিরাচরিত ধারার উত্তরণ ঘটিয়েছেন, তাঁরই পদাঙ্ক অনুসরণ করে এই লোকায়ত ধারাকে কিভাবে সমকালীন করে তোলা যায়,সেবিষয়ে আগ্রহ ও পরীক্ষা নিরীক্ষায় নিযুক্ত। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বহু জায়গায় বহু প্রর্দশনীতে অংশ নেওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গের বাইরে একাধিক প্রদর্শনী, ওয়ার্কশপ ও শিল্পমেলায় অংশ নিয়েছেন। চলিত মাধ্যমের সাথে সাথেই ডিজিটাল মাধ্যমেও বহুদিন ধরে শিল্পচর্চা করে চলেছেন। এর পাশাপাশি প্রচ্ছদ ও অলংকরণশিল্পী হিসেবে বহুদিন বইপাড়ায় যাতায়াত, শিল্প ও সাহিত্য বিষয়ে মাঝেমধ্যে কিছু লেখারও অভ্যাস রয়েছে।