সেই নিঃসঙ্গ একটি ১. কাহারও ভিতর তুমি নাই। এই অমোঘ শূন্যের মর্মূমলে দাঁড়াইয়া থাকে একখানি গ্রাম্য সরলতা। নিঃসঙ্গতা চয়ন করত তুমি কাহার পায়ে দাও পুষ্পের তির্যক অভ্যর্থনা। তুমি কাহারো অনুষ্ঠান নও। কাহারো ক্ষতির কারণ হইও না— এই ব্রহ্ম বাক্য বলিয়া কেহ যেন বাহির হইয়া গেল পটমণ্ডপ হইতে। তুমি বুঝিলে হাহাকার রচিত হয় মহাকাশ হইতে। তুমি জানিলে কাব্য হইতে চোখের জল নামিয়া ভাসাইয়া লইয়া যায় আদিগন্ত অপূর্ব ও আন্ধার। অতএব মৃণালের বক্ষ লইয়া তুমি কী করিবে! কর্তব্য স্থির করিতে না পারিয়া শোকের অভ্যন্তরে প্রবেশ করিলে। দেখিলে তোমার ভিতর কেহ নাই।…
Read Moreপ্রীতম বসাক
জন্ম: ১লা নভেম্বর ১৯৮০। পশ্চিমবঙ্গের মালদা জেলায়।
পেশা: শিক্ষকতা
লেখালেখি: সবার যেমন হয়। পদ্য দিয়ে শুরু। জল পড়ে পাতা নড়ে। কিন্তু পারিবারিক কোন জিন এর জন্য দায়ী নয়। কবে যেন কবিতা আর জীবন, জীবন আর কবিতা হাত বদল করে নিয়েছে। মন চাইলে গদ্য লিখি। নিজের সাথে নিজের কথা।
নেশা: কন্যা সন্তান । বই কেনা। পড়া ততোধিক নয়। চিন্তাবিদ নই কিন্তু চিন্তা করতে পারলে আর কিছু চাই না। তখন মাঠ ঘাট নদী পাহাড় ছেলেবেলা এক সারিতে বসে।
বই: দুটি কবিতার বই। তার মধ্যে প্রথমটি পুস্তিকা– উঠোন জুড়ে আক্ষেপ এবং শেষতম পিতা-পুরাণ।
পেশা: শিক্ষকতা
লেখালেখি: সবার যেমন হয়। পদ্য দিয়ে শুরু। জল পড়ে পাতা নড়ে। কিন্তু পারিবারিক কোন জিন এর জন্য দায়ী নয়। কবে যেন কবিতা আর জীবন, জীবন আর কবিতা হাত বদল করে নিয়েছে। মন চাইলে গদ্য লিখি। নিজের সাথে নিজের কথা।
নেশা: কন্যা সন্তান । বই কেনা। পড়া ততোধিক নয়। চিন্তাবিদ নই কিন্তু চিন্তা করতে পারলে আর কিছু চাই না। তখন মাঠ ঘাট নদী পাহাড় ছেলেবেলা এক সারিতে বসে।
বই: দুটি কবিতার বই। তার মধ্যে প্রথমটি পুস্তিকা– উঠোন জুড়ে আক্ষেপ এবং শেষতম পিতা-পুরাণ।