এলাম্নি মিট শেষমেশ সে এলো না। আমরা তার হাত ধরে ঝোলাঝুলি করলাম ফেরার রাস্তায় দেখি কড়া মদ্যপ রোদ উদ্যত চাবুকে দুপুরকে পেটাচ্ছে, যে দুপুর তার বউ নয় এই মফস্বলের দুপুর যার কোমরে মেদের ঘামে চিকচিকে হঠাৎ কামনা শান দেওয়া বাড়িগুলোর ঠাণ্ডা মেঝেয় কারা সারি সারি ঘুমোয়? উঁকি দিলাম, অন্ধকারে দেখাই গেলো না শেষমেশ সে এলো না আমরা তার পা ধরে বলতে গেছি “দেহি পদপল্লবম উদারম” কিন্তু তার পায়ে ব্যাখ্যাহীন চোট তার ব্যাণ্ডেজ খুললেই সে কি গন্ধ আর ব্যাণ্ডেজের মধ্যে আমাদের কবেকার একতাড়া চিঠি সেই গন্ধে পুরো পাড়া ওপাশ ফিরে…
Read Moreবহতা অংশুমালী মুখোপাধ্যায়
বহতা অংশুমালী মুখোপাধ্যায় একজন আদ্যন্ত গোলমেলে মানুষ। পেশায় কম্পিউটারে কোড লিখে খান। নেশায় সিন্ধুলিপির মূক চিহ্নাবলির অর্থ উদ্ঘাটনে প্রাণপাত করেন। এই বিষয়ে তাঁর হ্যালুসিনেশনসমূহ ইতিমধ্যে নেচার গ্রুপের একটি জার্নালে দুটি প্রবন্ধের আকারে প্রকাশিত হয়েছে। আরো কিছু গবেষণাপত্র পিয়ার রিভিউএর গুহামধ্যে অধুনা আটক। উপন্যাস পাঠ করা, বিজ্ঞানের নানান বিষয় নিয়ে পড়তে পড়তে বিজ্ঞান না পড়া নিয়ে ঘন ঘন হা হুতাশ করা, আর মাঝে মধ্যেই কবিতা “পেলে” কবিতা রেচন করা, এই তাঁর জঘন্য দিনলিপি। এই অকবির বিভিন্ন কামুক অকবিতা নানান লিটল ম্যাগাজিনে মুদ্রিত হয়েছে। তাঁর বিলম্বিত প্রথম পদ্যের বই ‘ঠুং শব্দ হলেই কবিতা’ ২০২০ সালের কলকাতা বইমেলায় ঐহিক প্রকাশনীর হাত ধরে পৃথিবীর আলো দেখেছিল।