আত্মহত্যা আত্মহত্যার সঙ্গে প্রায়ই দেখা হয়, আত্মহত্যার বাড়ি উঁচু দেওয়াল বাই জিরো জিরো ঘুলঘুলিপুর রোড, আত্মহত্যা হলুদজামা পরা এক নাদুস টিকটিকি, ঘুলঘুলি থেকে রোজ মুখ বাড়ায়… তার শীতল বিস্ফারিত চোখে চোখ মেলানোর জন্য মুখ তুলতে হয় শূন্যের দিকে, আপন মনে সে আলোর ম্যাপ পয়েন্টিং করে দেওয়ালে, এই ম্যাপের ভিতরে হুট করে একেক দিন ঢুকে পড়ে আমাদের মন, মন নিয়ে টিকটিকি পাড়ি দেয় মহাকাশে, সমস্ত তারা সেদিন পরে থাকে হলুদ রঙের জামা… মাঝেমধ্যেই দরজা জানালার ফাঁকে অজান্তে আত্মহত্যাকে পিশে মেরে ফেলি … কয়েকদিন পর শুকনো আত্মহত্যা টুপ করে ঝরে পরে মাটিতে…
Read Moreসৌমাভ
জন্ম - পূর্ব মেদিনীপুর। বর্তমানে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে পি এইচ ডি তে গবেষণারত। প্রকাশিত কাব্যগ্রন্থঃ ‘যতটা না ছিলে সম্পর্কে’ (সপ্তর্ষি, ২০১৭), ‘জল, জানালা ও জন্নত’ (ভাষালিপি, ২০১৯)। কবিতা প্রকাশিত হয়েছে ‘বীরুৎজাতীয়’, ‘দেশ’, ‘কৃত্তিবাস’, ‘ভাষানগর', ‘কবিসম্মেলন’, ‘বৃষ্টিদিন', ‘নাটমন্দির’, ‘কবিতা আশ্রম’, ‘শুধু বিঘে দুই’, ‘কলকাতা ২৪X৭’, ‘নবপত্রিকা’, ‘শব্দপথ’, ‘মায়াজম’, ‘তবুও প্রয়াস’(অনলাইন), ‘আলোপৃথিবী’ (অনলাইন), ‘আবহমান’ (অনলাইন), ইত্যাদি পত্রিকায়।