আনন্দ সিনেমা হলের মুখের উল্টোদিকে, চোরাই জুতো বিক্রির গুটিয়ে থাকা দোকানগুলোর চোখের সামনে একটা কুণ্ডলী- সোৎসাহে ঝুঁকে পড়ে, বিবেচনাপ্রসূত হয়েই আশপাশের সন্দেহজনক পরিবেশ কুণ্ডলীটাকে একটা দুর্বোধ্য বৃত্ত হয়ে উঠতে যথাসম্ভব সহায়তা দিয়ে যাচ্ছে। বৃত্তটার ঘনত্ব ক্রমশ বাড়ছে, বাড়ছে তাপমাত্রাও, পরিস্থিতিকে উত্তপ্ত করতে নিঃশ্বাসের চেয়ে মোক্ষম অস্ত্র আর কি-ই বা আছে? তবে ঘটনাটা ঠিক কী, তা আন্দাজের আওতায় পড়ছে না এখনও। ‘কিছু বুঝতে পারছেন?’ বৃত্তটাকে পরিপূর্ণ হয়ে উঠতে সাহায্য করর একজোড়া বাটা স্যান্ডেলের দিকে তাকিয়ে কথাগুলো বলে পাশে দাঁড়িয়ে থাকা ফুলহাতা শার্টের পকেট। পকেটের কাছে টাকা নেই, আছে একটি বলপয়েন্ট পেন,…
Read Moreআশরাফ জুয়েল

কাব্যগ্রন্থ : যুদ্ধ ছাড়া শুদ্ধতা অসম্ভব (২০১৪), অতীতা, দুঃখরা পাখি হয়ে গেলো (২০১৫), অনুজ্জ্বল চোখের রাত (২০১৭) প্রকাশিত হয়। ২০১৭ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ "রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প"। এই গল্প গ্রন্থটি 'জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার -২০১৭' তে ভূষিত হয়। 'ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা ১৪২৪' এ ভূষিত হন লেখক। সার্ক লিটারেচার ফেস্টিভালে নিয়মিত আমন্ত্রিত ২০১৬, ২০১৭, ২০১৮ এ অংশগ্রহণ করে প্রবন্ধ উপস্থাপন করেন।