আকাশ গঙ্গোপাধ্যায়ের কবিতাগুচ্ছ

পার্শ্ব চরিত্র   ১ পিছিয়ে রয়েছে ভাষা অনিবার্য প্রজন্মের ফাঁক যে লোকটি তুলে আনে বিতর্কিত এই শব্দ কপালে রেখেছি তার চুম্বন পুরোনো প্রয়োগে সতত পিছনে হাঁটা প্রতিদিন চাল ডাল কেনা উত্তরের গাড়ি ধরা বিজ্ঞানও সেসব জানে না জানে না অফিস গেলে দু’বাক্স সিগারেট রোজ কীভাবে ফুরিয়ে যায় ভদ্রতার খাতির বশত ২ বয়স তিরিশ ছোঁবে, বাবা-মা’র ষাটের স্তবক সামান্য ঘুমের শব্দে হেরফের কানে আসে যদি শরীরে রক্তের স্রোত জল হবে কেননা সময় বড় বেয়াদপ তাকে বাঁচিয়ে খারাপ কবিতায় পুষেছি বেআব্রুভাবে তুমি তার সাক্ষী হও যদি দুবেলা ভাতের পরে চাইব না নরম…

Read More