জিরোপ্রপাত ১ কান্না ভাঙে না অর্থাৎ জল এক প্রকার মৌলিক দুঃখ হাসির টুকরো ও ধোয়ার শব্দ ফেরত চলে যাচ্ছে পাগলের বাড়ি কী একধরণের অচেনা গ্রাম না মাইক যে ফেটে পড়বে বাবার নামেই ২ জলের প্রান্ত থেকে কাকে ডাকো পুকুরের মা গড়িয়ে গেলেও তাকে ভুল বলা যায়? তুমি জানো, অদ্ভুতভাবে দুজন মানুষ একই কথা ভাবতে পারে ৩ টিপের পাতা দেখেই বুঝলাম একধরণের গাছ আর ঘাম বেয়ে সূর্যাস্তের সাপ নেমে আসছিল পিঁড়ির বিয়ের দিকে ৪ তীব্র বেদানার গান আমি শুনেছি রক্তক্ষর স্রোত কীভাবে গাছের মধ্যে বনের মধ্যে বাকল ডুমুরের…
Read Moreসজল দাস

জন্ম ১৯৮৯ সালে। লেখালেখির শুরু ২০১২ সালের শেষ দিকে। বর্তমানে ডাকবিভাগের কর্মী। কাব্যগ্রন্থ দুটি। ‘হারানো বেহালার নাবিক’ ও ‘কাগজই ভালো ছিল’। প্রায় দু-বছর পর আবার লেখালেখি। এই কবিতাগুলিই তার প্রথম প্রকাশ।