মনোজ দে’র গুচ্ছ কবিতা

গজদন্তের মেয়ে ১. যেন সেনাপতি, কোনো এক কোন ঘেঁষে এগিয়ে, উজ্জ্বল; যুদ্ধক্ষেত্রে প্রস্তুত রমণী ভাবছি সমর্পন করবো। প্রতিকীর সামনে দাঁড়িয়ে বলবো, কবুল, কবুল, কবুল ২. মাঝে মাঝে নিজেকে অদ্ভুত লাগে সব অভিযোগ জড়ো করি; সেরে উঠব ভাবি সচেতন যুবক হিসাবে জানানো জরুরি তোমার হাসির আরও ভেতরের কোণে রাখা আছে পুরুষের ছোঁয়াচে অসুখ ৩. জ্বর নয়। এ এক অদ্ভুত স্বপ্নদোষ তাড়া করে; ঘুমোতে পারি না বেশিক্ষণ আবহাওয়া থমথমে। তোমাকে দেখার পর যেকোনো স্বাভাবিকতায় ঈষৎ ভিজে যায় ৪. সাদা সংলাপ, পাতার পর পাতা; মনে হয় জ্বরের ওষুধ; আমাদের অবয়ব জুড়ে শুয়ে বন্ধু…

Read More