০.০১ শাপলার বেদনা যেথা রূপ হয়ে ফুটে আছে, সেইখানে মজে গেল ঘুণে-ধরা শালতির গলুই পরিহাস ছলকে ওঠে জোছনার, নির্জন ঢিবির খেদ বিহ্বলতা এনে দেয়— ঝিনুকের বোবা ঘুম, নক্ষত্রের নীচে গূঢ় কালো জলের নির্বন্ধ, টানা ঝিঁঝিঁডাক শুনে যে-শ্রমিক নেমে গেল গহীন পাতালে, তার বুকের কাদায় শিঙিমাছ মরে গেছে বহুদিন: মেয়েটি বাসন মাজছে আঘাটায় বসে দু-চোখে তমালছায়া, থুতনিতে লাজুকতম তিল, ঝুড়ি হাতে জোছনার দশক ডিঙোচ্ছে হাওয়া দিয়েছিল সে আমার অসুখে শেকড়বাটা লেপে কোনো একদিন আমি তার গোলাপি নরম ঠোঁটে রেখেছি বিষের নীল, আজও রাত গেলে বেগনি আভায় ফুটে ওঠে সেই প্রেম শালতির…
Read Moreদিব্যেন্দু দলুই
জন্ম ১৯৯২ সালের অক্টোবর মাসে। নিবাস হাওড়ার আমতা থানার অন্তর্গত দেবান্দি গ্রাম। অস্থায়ী ঠিকানা বলা চলে জীবিকাসূত্রে কলকাতা। পড়াশুনা প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর অবধি গ্রামীণ ও আঞ্চলিক বিদ্যালয়ে। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য (চিহ্নতত্ত্ব ও কথাসাহিত্য) বিষয়ে গবেষণারত। তবে, বলতে গেলে, এবং বলা বাহুল্য, লেখালেখি তথা সাহিত্যসাধনাই হৃদয়ের মূল আশ্রয় ও অবলম্বন। প্রধানত কবিতাচর্চার সঙ্গেই জড়িত। বিভিন্ন পত্রপত্রিকায় (বিশেষত লিটল ম্যাগাজিনেই) এই অবধি কিছু কিছু কবিতা (আর কিছু প্রবন্ধও) প্রকাশিত হয়েছে। এছাড়া 'পোকাটিরও পদশব্দবাণী' নামে একটি কবিতার বই রয়েছে।