অরিন্দম ভূঞ্যা’র কবিতাগুচ্ছ

ঠিকানা হারিয়ে যায় এসব গলিপথ মনের মধ্যে কোথাও ছিলযখন শৈশবে বুকভর্তি শ্বাস নিতামখুলে যেত হাওয়ার এক একটি মাঠক্রমশ মাঠের ধারে ঘর বসালামঘরের ফাঁকে ফাঁকে প্যাঁচ খুলে ছড়িয়ে দিলাম শিরা ও ধমনীতার ওপর আকাশের সরু করে কাটা একফালি দিলাম সেঁটেএইভাবে আমাদের নতুন একটি ঠিকানা হলকিন্তু, ঠিকানা খুঁজতে গিয়ে মানুষ এবং কুকুরেরাদূর সেই অচিন শহরে গেল হারিয়েউদ্ভ্রান্তের মতো ঘুরল এদিক ওদিক,এক সন্ধ্যায়, গলির ভেতর ঠিকানা খোঁজা মানুষের সঙ্গেআশ্রয় খোঁজা একটি কুকুরের দেখা হয়ে গেল,সেই চোখ, সেই দুজনের থমকে যাওয়া,তারা কি পরস্পরকে তাড়াবে? নাকি বন্ধু হয়ে যাবে?দুজনেরই চোখ সন্ধ্যার আকাশে জ্বলছেমনে পড়ছে কতকাল…

Read More