অসুখের ভ্রমণচিহ্নগুলি ১. বাদবাকি ওষুধগুলোর দিকে চেয়ে থাকি প্রতিটি দিনের জন্য এতোগুলো রঙ মেঝে থেকে ওগরানো জলে গুলে যেতে থাকে দূরে কেউ একজন পাগল হয়ে যাচ্ছে এমন স্বর্গীয় মুখোশের দিনে সেই দিকে ছুটে যাচ্ছে সমস্ত হাওয়াগাড়ি তার পাঁজর ভর্তি গাছপালা নিয়ে ২. তারগুলি ছড়ানো রয়েছে যাতায়াত জুড়ে কবরের বোতাম খুলে উঠে আসা বাতাসেরা সেইসব তার বেয়ে ছুঁয়ে আসে ঢেকে রাখা মুখগুলি। এই তাদের শেষটুকু ছোঁয়াচ রঙচটা অসমান একটা অ্যাম্বুলেন্সে চেপে দিগন্তের দিকে ছুটে চলেছে ৩. দিনকাল মেঘলা হয়ে এলো হাতির পায়ের কাছে বসে আছে নিরীহ শহর এক তার ছেঁড়াখোঁড়া জামাখানি…
Read Moreশৈবাল সরকার
১৯৮০ সালে জন্ম। অর্থনীতিতে স্নাতকোত্তর। শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রকাশিত কবিতার বইঃ একুশ নম্বর ভালোথাকা(২০০৯), বেশি বয়সের প্রেমের মতন(২০১২), পুরোনো কবিতা (২০২০)
শৈবাল সরকারের কবিতাগুচ্ছ
পাতার উল্টো দিকের লেখা। ১. খাঁচা খুলে দিলে প্রথমে স্বাধীন হয় চোখদুটো। তারপর তোমাকে একলা রেখে তারা উড়ে যায় তোমার দু’দিকে। বহু মহাকাশ পরে এক বৃষ্টির রাতে তাদের পাঠানো গান এখন তুমি সাজিয়ে রাখছো আয়ুর দু’দিকে। ২. কাগজের উল্টো দিকের লেখা এখানে ফুটে উঠছে। এইটুকু দেখতে পেয়ে তুমি উড়ে যাওয়ার মতো হয়ে যাও। পাতার উল্টো দিকে আরও একটা কেউ আটকে থাকে একটা কলম ধরে। তার সারা শরীর ধীরে ধীরে মহাকাশ শুষে নিচ্ছে কাছে। ৩. আমরা কথা শুরু করলেই দু’জনের মুখ থেকে একটা করে প্রজাপতি বেরিয়ে আসে। এসেই ঝাঁপিয়ে পড়ে একে…
Read More