* দুই হাত জড়ো করে, পাহাড়, এই বসলাম। এখন ভয়ের সুগন্ধ নেই মালতীলতায়, তবু আমার প্রাণ এই রাখলাম একজোড়া চেরিফলের মতো। বিরাট পাথরের আকার তোমার হৃদয় হতে দুটি জলের ধারা, একটু ভিজে পাতার সুবাস পাওয়া যেতে পারে – স্থানীয়রা এমনই বলেছে। বলেছে একটি পাখির হৃৎস্পন্দনের মতো ছোট সামান্য উচ্ছ্বাস, মরমী গাছের শ্লেষ্মার মতো ব্যথা , এইসব কথা বলতে বলতে মেঘ নেমে আসবে জলপ্রপাত হয়ে। ত্রিভুজের মতো বাড়ির চিমনি হতে এগিয়ে আসবে ঘন্টার শব্দ। আর আমি এ সমস্ত হতে দেব আমার শ্লেষ্মা, শ্লেষ, অস্ট্রিচের গলার মতো সরু বেদনা এই দুটি চেরিফলে…
Read Moreঅনুরাধা বিশ্বাস
জন্ম ১৭ই অগাস্ট, ১৯৮৬। জন্ম ও বড় হওয়া কলকাতায়, বর্তমানে হংকং-এ বসবাস। আপাতত সময় কাটছে চাকরির খোঁজে আর নোনা-আর্দ্র বন্দরশহরের অলি গলি ঘুরে। প্রকাশিত কাব্যগ্রন্থ – পাতা ঝরার গতিবেগ (২০১০) এবং পুষ্পবিতাড়িত কোনো গন্ধের মতো (২০১৬) ।