অলীক সব পেয়ে গেছ তবু আমার স্তব্ধতা তো পাও নি! এত এত চোখের ধু ধু, ভরা পেটে ভয় ধরিয়ে দেয় না? রাস্তায় হঠাৎ হরিধ্বনি , রিকশার পাশ ঘেঁষে চলে যায় নতুন কফিনবাহী পুরানা গাড়ি। নিশ্চয়ই নিশ্চই, কবরের শান্তিতে ছেয়ে যাবে জিন্দা লাশের চরাচর! যেতে যেতে এই রাস্তা কতটা ট্রেন্ডি, দেখা যাক আজ। স্মৃতির শাহেনশাহিতে বিস্মৃতিরও আছে অধিকার। দুনিয়ার দূর কোনও ক্যাফেতে আমার কথা মনে করে কে আর ০১ কাপ কফি বেশি ঢালে,বলো! পলকা কানে ভারী বোধ হয় কি কোনও আর বিকট আতশ? খাঁ খাঁ এহেন সন্ধ্যায় এমন হেরে যাওয়া শহরের…
Read Moreপিয়াস মজিদ
জন্ম: ২১ ডিসেম্বর ১৯৮৪, চট্টগ্রাম, বাংলাদেশ
ভিটেমাটি ও বেড়ে ওঠা: কুমিল্লা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এখন কাজ করেন ঢাকার বাংলা একাডেমিতে।
একসময় কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধও লিখতেন৷ এখন কেবল কবিতাতেই থিতু। কবিতাই তার পটভূমি, বর্তমান আর অনিশ্চিত আগামী।
উল্লেখযোগ্য কবিতার বই:
নাচপ্রতিমার লাশ, মারবেল ফলের মওসুম, কুয়াশা ক্যাফে, নিঝুম মল্লার, গোলাপের নহবত, ক্ষুধা ও রেস্তোরার প্রতিবেশী, প্রেমপিয়ানো, মুহুর্মুহু মিউ মিউ, মির্জা গালিব স্ট্রিট, অফ টপিক, এইসব মকারি, এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়, ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি ইত্যাদি।
piasmajid@yahoo.com
ভিটেমাটি ও বেড়ে ওঠা: কুমিল্লা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এখন কাজ করেন ঢাকার বাংলা একাডেমিতে।
একসময় কবিতার পাশাপাশি গল্প ও প্রবন্ধও লিখতেন৷ এখন কেবল কবিতাতেই থিতু। কবিতাই তার পটভূমি, বর্তমান আর অনিশ্চিত আগামী।
উল্লেখযোগ্য কবিতার বই:
নাচপ্রতিমার লাশ, মারবেল ফলের মওসুম, কুয়াশা ক্যাফে, নিঝুম মল্লার, গোলাপের নহবত, ক্ষুধা ও রেস্তোরার প্রতিবেশী, প্রেমপিয়ানো, মুহুর্মুহু মিউ মিউ, মির্জা গালিব স্ট্রিট, অফ টপিক, এইসব মকারি, এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়, ভুলে যাওয়া স্কার্টের সিঁড়ি ইত্যাদি।
piasmajid@yahoo.com