দেবারতি মিত্রের কবিতারা : তোলপাড় সমুদ্র আর ধূ ধূ সমুদ্রকে নিয়ে …

  এক . এক একটা ভোরের স্বপ্নে জলে বুদ্বুদ ভাঙতে ভাঙতে গান নিজেই উজানে বৈঠা ভাসিয়ে দেয় | এই গান কেমন যেন ভূতে পাওয়া। সে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাইছে, ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায় ? কে তোমায় নিয়ে যায় দূর অজানায়,বলোনা আমায় ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায় ? আমি নই সে বিরহী আমার কাউকে বলার কিছু নেই তবু যেন কি বেদনা জমে উঠে হৃদয়ে মনে হয় আমার কেউ কেন নেই ঐ অলকায় ওগো মেঘ তুমি উড়ে যাও কোন ঠিকানায় ? আমি ঘুমের ঘোরে দেখি, এক দেবী…

Read More