ভোরের প্রথম পঙ্‌ক্তি

১ আমার ভাষায় আমি নেই, শুধু আমার বিভ্রম। বালির চিৎকার সারা দিন। তবে কি তোমার দিকে যাব? উঁচু-নীচু টিলার ওপারে কার মন? এখানে নিজের ছায়া দীর্ঘতম। সন্ধ্যার আকাশ মৃত্যুপথযাত্রী এক শ্বাপদের মতো জল খেতে দিগন্তে নেমেছে।   ২ থাকো তুমি পতঙ্গ-নজরে সে কোন্‌ বৃষ্টিতে কালো ডাল নাকি পাতা থেকে তোমাকে সবুজ চোখে দেখছিল,হঠাৎ গিরগিটি পেছনে এসে লকলকে আঠালো জিভ হেনেছে বাতাসে তোমার থাকার জায়গা না থাকলে কোথায় থাকো তুমি?   ৩ গলা ফাটিয়ে স্বরের বুনো শেকড় নেমেছে পুরোনো বাড়ির শব্দ- খসে-পড়া দৃষ্টি ঘর চৌকাঠ পেরিয়ে চলে গেছে   ৪ বালিশ…

Read More