অব্যক্ত সন্ধির দিকে ০১. বেদনার ভাষা দেখো প্রিয়মুখে কীভাবে মিলায়! এই যে কামনালাপ পথে পথে নিত্য বরিষণ কর্ষণ বিনে কি বলো পাওয়া যাবে বিকল্প লবণ? শৈশবের পাতাঝরা দিন প্রতিদিন বেদনায় হাওয়ায় মিলায় আর কত কথা ব্যথাতুর মনে ক্ষণে ক্ষণে জেগে ওঠে সদ্য বিধবা নারীর মতো! তবু নয় বেঁচে থাকা মানে মেনে নেয়া সব, স-ব— যেভাবে আহত বাঘ আরো বেশি হিংস্র হয়ে ওঠে কামনার ছায়াপথে তার থেকে থেকে জেগে ওঠে দূরতম নক্ষত্রের বীজ যাতনার অনুযোগে— পত্রযোগে বিলোড়িত এই বার্তা তাহাদের দেশে হঠাৎ পৌঁছে গেলে মেঘে মেঘে নেমে আসে রামধনু। কে বলে…
Read Moreবিধান সাহা
বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূয়াপুরে, মামাবাড়িতে, বিধান সাহার জন্ম ২১ মার্চ ১৯৮৪। পৈতৃক নিবাস বগুড়া জেলার ধুনটে। বর্তমানে ঢাকায় থাকেন জীবন ও জীবিকার তাগিদে। চারুকলা বিষয়ে স্নাতকোত্তর করেছেন। কাজ করেন বাংলাদেশের একটি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানে।
প্রকাশিত বই :
অব্যক্ত সন্ধির দিকে [কবিতা; চৈতন্য, ২০১৫],
এসো বটগাছ[গদ্য; চৈতন্য,২০১৭]
ই-মেইল : bidhan213@gmail.com